~০ বর্ণমালার ফুল ০~


আমি দাউদ ইব্রাহিম নই,
পিস্তল, ব্যাংক কার্ড নেই।।
পকেটে সস্তা বলপেন।
কাগজে বর্ণমালায়
আঁকা ফুল গুলো,
তোমাকে সুগন্ধী ছড়ায়?
নাকি গন্ধহীন থেকে যায়?
আমার জানা নেই।।


( চলবে... )

আলী রেজা তালুকদার

কবি নই, তবুও কাব্য লিখে যাই...